1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফরমে এজিএম অনুষ্ঠিত
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ পিএম

মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফরমে এজিএম অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২০
MBL_21st-AGM

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ডিজিটাল প্ল্যাটফরম বা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ (১১% নগদ ও ৫% স্টক) শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।

মার্কেন্টাইল ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ডঃ মোঃ রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা, পরিচালক- এ.এস.এম. ফিরোজ আলম, মোঃ আব্দুল হান্নান, এম. আমানউল্লাহ, আলহাজ্ব মোশাররফ হোসেন, এম. এ খান বেলাল ও ডঃ মোঃ হামিদ উল্লাহ্ ভূঁঞা।

এছাড়াও ব্যাংকের কোম্পানী সচিব আলী আসগর জি. হারুনী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি সহ শেয়ারহোল্ডারগণ ভার্চুয়াল এজিএমে অংশ নেন।

ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে ২০১৯ সালে অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি কৃষি সম্প্রসারণ, নারী উদ্যোক্তায়ন, ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পে অর্থায়নে যথাযথ গুরুত্ব দিয়ে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও দিক নির্দেশনা পরিপালনের মাধ্যমে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে মার্কেন্টাইল ব্যাংকের সফল ভূমিকার কথা উল্লেখ করেন।

তিনি সেবার মান ও পরিধি এবং মানবসম্পদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং চলমান বৈশ্বিক মহামারীতে পরিবর্তিত পরিস্থিতিতে সময়োপযোগী যথাযথ ব্যবসায়িক কৌশল অবলম্বনের মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বিগত বছরে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ