পুঁজিবাজারে তালিকাভুক্ত ইভিন্স টেক্সটাইলের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৬৪ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) এই মুনাফা কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ১ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৬৪ টাকা বা ৬৪ শতাংশ।
এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০) ইপিএস হয়েছে ০.০৪টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ০.৩৭ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৩৩ টাকা বা ৮৯ শতাংশ।
২০২০ সালের ৩১ মার্চ সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.১১ টাকায়।