পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের (জিপি) ওপর নতুন দুটি বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
দেশের শীর্ষস্থানীয় এ মোবাইল ফোন অপারেটরকে উল্লেখযোগ্য বাজার শক্তি (এসএমপি) ঘোষণা করার ১৬ মাস পর এ বিধিনিষেধ আরোপ করা হলো।
বিধিনিষেধ অনুসারে, জিপি’র জন্য মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) লক-ইন সময়কাল ৯০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।
এছাড়াও কোনো প্যাকেজ বা অফার প্রদান করার আগে বিটিআরসি থেকে আগেই অনুমোদন নিতে হবে গ্রামীণফোনকে।
বিধিনিষেধের অধীনে এখন বিদ্যমান বিভিন্ন পরিষেবা, প্যাকেজ এবং অফারগুলোর জন্য ৩১ আগস্টের মধ্যে অনুমতি নিতে হবে। তবে নতুন অফার এবং প্যাকেজগুলোর জন্য এ নির্দেশনা কার্যকর হবে ১ জুলাই থেকে।
এসকল নির্দেশনার কথা জানিয়ে রোববার (২১ জুন) গ্রামীণফোনের কাছে চিঠি পাঠিয়েছে বিটিআরসি।
ওই চিঠিতে আরও বলা হয়, বিটিআরসির অনুমতি ছাড়া কোনো অফার বা পরিষেবা পরিবর্তন করতে পারবে না গ্রামীণফোন।
গত বছরের ফেব্রুয়ারিতে গ্রামীণফোনকে এসএমপি অপারেটর হিসেবে ঘোষণা করে কমিশন।