প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার (২১ জুন) ২১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৪২ লাখ ১৯ হাজার ৩১৮টি শেয়ার ২৪ বার হাত বদলে লেনদেন হয়েছে। যার মূল্য ৮ কোটি ২০ লাখ ৫৬ হাজার টাকা।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৪ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ লাখ ৯৮ হাজার টাকার সুহৃদ ইন্ডাস্ট্রিজের এবং তৃতীয় সর্বোচ্চ ৫০ লাখ শেয়ার লেনদেন হয়েছে এমএল ডাইংয়ের।
এছাড়া বিএটিবিসির ১০ লাখ ৮ হাজার টাকার, বিকন ফার্মার ৫ লাখ ৭ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১০ লাখ ২৮ হাজার টাকার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ১৯ লাখ ৪৬ হাজার টাকার, গ্রামীণ স্কিম ২ এর ৯ লাখ ১২ হাজার টাকার, গ্রীণডেল্টা ফান্ডের ৫ লাখ ৭ হাজার টাকার, ইন্দোবাংলা ফার্মার ১০ লাখ ১০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৯ লাখ ১২ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ ৪ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ২ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৭ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ১১ লাখ ৪৩ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ৫৮ হাজার টাকার, শাশা ডেনিমসের ৫ লাখ ১৭ হাজার টাকার, সিঙ্গার বিডির ১০ লাখ ৫৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ২৮ লাখ ৩৩ হাজার টাকার এবং ভিএফএস থ্রেডের ১২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।