1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিগত সপ্তাহে ডিএসইর দৈনিক গড় লেনদেন কমেছে
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ এএম

বিগত সপ্তাহে ডিএসইর দৈনিক গড় লেনদেন কমেছে

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২০
dse-weekly-market

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)গত সপ্তাহে সবগুলো সূচক পতনের পাশাপাশি দৈনিক গড় লেনদেন কমেছে চার দশমিক ২৫ শতাংশ।কারণ গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হলেও বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত ছিল এবং বাকি শেয়ারের মধ্যে অধিকাংশ শেয়ারের দরপতন হয় যে কারণে মোট লেনদেন কমেছে। একইসঙ্গে বাজার মূলধন কমেছে 0.06 শতাংশ। গত সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন সূচক সামান্য বাড়লেও দু’দিন কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছয় দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৭ শতাংশ কমে তিন হাজার ৯৬০ দশমিক ৫৮ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক এক দশমিক ২৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ৯১৮ দশমিক ৫৬ পয়েন্টে পৌঁছায়। ডিএস৩০ সূচক ছয় দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ কমে এক হাজার ৩২৫ দশমিক ৪৩ পয়েন্টে স্থির হয়। মোট ৩৬০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত ছিল ২৮৫ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১৭টির। দৈনিক গড় লেনদেন হয় ৬৭ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ৫৪ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৭০ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৭৬০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে তিন কোটি ৮০ হাজার টাকা বা চার দশমিক ২৫ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৩৯ কোটি ২৪ লাখ ৫০ হাজার ২৭১ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৩৫৪ কোটি ২৮ লাখ ৫৩ হাজার ৭৯৯ টাকা অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে ১৫ কোটি চার লাখ টাকা বা চার দশমিক ২৫ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল তিন লাখ ১০ হাজার ৬৪৪ কোটি ৫৭ লাখ ৮৭ হাজার টাকা। শেষ কার্যদিবসে যার পরিমাণ ছিল তিন লাখ ১০ হাজার ৪৬৬ কোটি ২৫ লাখ ৬৮ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে দশমিক শূন্য ছয় শতাংশ বা ১৭৮ কোটি ৩২ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইর টপ টেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে তেল ও জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৮১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৩ লাখ ৭৮ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক কোটি ৬৮ লাখ ৯১ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেযারদর বেড়েছে ৯ দশমিক ২০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন এক কোটি ৮২ লাখ ৯৮ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৯ কোটি ১৪ লাখ ৯৪ হাজার টাকার ইউনিট।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম। ‘এ’ ক্যাটেগরির এ মিউচুয়াল ফান্ডটির ইউনিটদর বেড়েছে চার দশমিক ৮৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৩৮ লাখ ৬৫ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে এক কোটি ৯৩ লাখ ২৮ হাজার টাকার শেয়ার।

তালিকার চতুর্থ স্থানে রয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। তেল ও জ্বালানি খাতের ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে চার দশমিক ২০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন তিন কোটি ৪৯ লাখ ১১ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার।

তালিকার পঞ্চম স্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। খাদ্য ও আনুষঙ্গিক খাতের ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে তিন দশমিক ৭৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ১৮ লাখ সাত হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৯০ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। ‘এ’ ক্যাটেগরির এ মিউচুয়াল ফান্ডটির ইউনিটদর বেড়েছে দুই দশমিক ৯৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন আট লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৪২ লাখ ২৭ হাজার টাকার শেয়ার।

তালিকার সপ্তম স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। ব্যাংক খাতের ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে দুই দশমিক ১০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৩৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে এক কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার।

তালিকার অষ্টম স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। ‘এ’ ক্যাটেগরির এ মিউচুয়াল ফান্ডটির ইউনিটদর বেড়েছে এক দশমিক ৩০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন দুই লাখ ৯১ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৪ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার।

তালিকার নবম ও দশম স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।

ডিএসইতে টার্নওভারের দিক থেকে শীর্ষ পাঁচ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত ছিল ১২৪টির দর।

সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএসসিএক্স কমেছে শূন্য দশমিক ১১ শতাংশ। এছাড়া সিএএসপিআই সূচক শূন্য দশমিক ১১ শতাংশ, সিএসই৫০ সূচক কমেছে দশমিক ২৬ শতাংশ, সিএসআই সূচক দশমিক ১১ শতাংশ কমেছে তবে সিএসই৩০ সূচক দশমিক শূন্য চার শতাংশ বেড়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ