বিগত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীরেদ কাছে চাহিদার শীর্ষে ছিল ইস্টার্ন লুব্রিকেন্ট। ফলে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। বিনিয়োগকারীদের চাহিদার কেন্দ্রবিন্দুতে আসতে কোম্পানিটির ভালো মুনাফা ভূমিকা রেখেছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (২০২০ সালের জানুয়ারি-মার্চ) ব্যবসায় কোম্পানিটি বড় মুনাফ করেছে।
চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩ টাকা ৭১ পয়সা। অথচ আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৯১ পয়সা লোকসান হয় কোম্পানিটির। তৃতীয় প্রান্তিকে মুনাফা হওয়ায় নয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফায় বড় উত্থান রয়েছে। ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ২ টাকা ৮ পয়সা।
মুনাফায় এই বড় উত্থানের কারণে বিনিয়োগকারীদের একটি অংশ মন্দা বাজারে কোম্পানিটির শেয়ারের প্রতি বেশ আগ্রহ দেখায়। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহ জুড়ে ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ার দাম বেড়েছে ১০ দশমিক ৮১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৮৬ টাকা ৯০ পয়সা।
গত সপ্তাহে শেয়ার দামে বড় উত্থান হলেও তার আগে কোম্পানিটির শেয়ার তেমন বিক্রি হচ্ছিলো না। মহামারি করোনাভাইরাসের প্রকোপের কারণে টানা ৬৬ দিন বন্ধ থাকে পুঁজিবাজার। দীর্ঘ বন্ধের পর গত ৩১ মে থেকে পুঁজিবাজারে আবার লেনদেন শুরু হয়ছে। দীর্ঘ বিরতির পর শুরু হওয়ার দিন থেকেই কোম্পানিটির শেয়ার দাম এক জায়গায় স্থির থাকে।
গত ৩১ মে কোম্পানির শেয়ার দাম ছিল ৮০৪ টাকা। তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ হওয়ার আগে ১৬ জুনও কোম্পানিটির শেয়ার দাম ছিল ৮০৪ টাকায়। অর্থাৎ ১৬ দিন একই দাম স্থির থাকে। কিন্তু তৃতীয় প্রান্তিকের তথ্য প্রকাশ পাওয়ার পর ১৭ জুন শেয়ার দাম এক লাফে ৫০ টাকা বেড়ে যায়। পরের কার্যদিবসেও দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। ফলে সপ্তাহের শেষ কার্যদিবস শেষে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৮৯০ টাকা ৯০ পয়সা।
শেয়ার দামে বড় উত্থান হলেও যাদের কাছে কোম্পানিটির শেয়ার রয়েছে তাদের বড় অংশ তা বিক্রি করতে অগ্রহী হননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে মাত্র ১ কোটি ৬৮ লাখ টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩৩ লাখ ৭৮ হাজার টাকা।
এদিকে ইস্টার্ন লুব্রিকেন্টের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহে ছিল রেকিট বেনকিজার। সপ্তাহজুড়ে বহুজাতিক এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ২০ শতাংশ। ৪ দশমিক ৮৪ শতাংশ দাম বেড়ে এর পরের স্থানেই রয়েছে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান।
এছাড়া দাম বাড়ার শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- লিন্ডে বাংলাদেশের ৪ দশমিক ২০ শতাংশ, ন্যাশনাল টি’র ৩ দশমিক ৭৫ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ২ দশমিক ৯৫ শতাংশ, প্রাইম ব্যাংকের ২ দশমিক ১০ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ১ দশমিক ৩০ শতাংশ, ন্যাশনাল লাইফের ১ দশমিক ২৯ শতাংশ এবং এক্সিম ব্যাংকের ১ দশমিক ১১ শতাংশ দাম বেড়েছে।