1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে কর ৫ শতাংশ কমানোর ও কোনো শর্ত ছাড়া কালো টাকা বিনিয়োগের দাবি-সিএসই
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:১৬ এএম

পুঁজিবাজারে কর ৫ শতাংশ কমানোর ও কোনো শর্ত ছাড়া কালো টাকা বিনিয়োগের দাবি-সিএসই

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২০
cse

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পনির কর পাঁচ শতাংশ কমানোর দাবি জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে ডাকা এই সংবাদ সম্মেলনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মিজানুর রহমানও যোগ দিয়েছিলেন।

আসিফ ইব্রাহিম বলেন, “আমরা তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার অনুরোধ করছি। এতে ভালো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে,  যা পুঁজিবাজারকে সমৃদ্ধ করবে এবং স্বচ্ছ কর্পোরেট রিপোর্টিংয়ের মাধ্যমে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে।”      

নতুন বাজেটে অতালিকাভুক্ত কোম্পানির কর হার ২ দশমিক ৫ শতাংশ কমানো হয়েছে।

সিএসই চেয়ারম্যান বলেন, “করোনাভাইরাসের এই ক্রান্তিকালে দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা শিরোনামে যে বাজেট অর্থমন্ত্রী মহোদয় অত্যন্ত প্রজ্ঞা এবং সাহসের সাথে উপস্থাপন করেছেন তার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

তিনি কোনো শর্ত ছাড়া কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানান।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ