পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) ফাইন্যান্স করপোরেশনের মুনাফায় ভাটার টান লেগেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় ৩৮ শতাংশ। পাশাপাশি কোম্পানিটির ক্যাশ ফ্লোর অবস্থাও নাজুক হয়ে উঠেছে।
কোম্পানি প্রকাশিত প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আজ বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর আলোচিত প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) ডিবিএইচের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ১২ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৬ টাকা ৪৬ পয়সা। বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৫৮ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৩০ পয়সা।