1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
পুঁজিবাজারে সাধারণ ছুটিতে ও লেনদেন চলবে
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ পিএম

পুঁজিবাজারে সাধারণ ছুটিতে ও লেনদেন চলবে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
world share market-

পুঁজিবাজারে সাধারণ ছুটিতে লেনদেন বন্ধ থাকলেও এবার সেটি হবে না। সাধারণ ছুটিতেও লেনদেন চালু থাকবে পুঁজিবাজারে। তবে সাধারণ ছুটিতে রেড জোন এলাকাগুলোতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকিং চলবে। তাই পুঁজিবাজারে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন চালানো সম্ভব হবে কি-না তা নিয়ে সন্দেহ আছে। এ ক্ষেত্রে লেনদেনের সময় এক ঘণ্টা কমতেও পারে।

সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

তবে বিএসইসি কিংবা ডিএসই-সিএসই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

উল্লেখ, আজ সোমবার (১৬ জুন) সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় ৩০ জুন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। আগামীকাল মঙ্গলবার দুই সপ্তাহের এই ছুটি শুরু হবে।

এর আগে গত ২৪ মার্চ সরকার দেশে প্রথম দুই সপ্তাহের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছিল, যা ২৬ মার্চ থেকে কার্যকর হয়। পরবর্তীতে কয়েক দফায় তা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। আর সাধারণ ছুটির পুরোটা সময় জুড়ে বন্ধ থাকে পুঁজিবাজারে লেনদেন। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা থাকলেও ৩০ মে ছুটি শেষ হওয়ার আগে আর লেনদেন চালু হয়নি। তাই এবার সাধারণ ছুটি ঘোষণা করার পর পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে কি-না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিশেষ করে বিনিয়োগকারী ও স্টেকহোল্ডাররা এই অনিশ্চয়তা সম্পর্কে তাদের উদ্বেগের কথা জানায় ।

এ বিষয়ে যোগাযোগ করলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, ‘আমি এখন পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাইনি। তাই কিছু জানাতে পারছি না’।

এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান বলেন, ব্যাংকিং ব্যবস্থা চালু থাকলে পুঁজিবাজারও চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রেড জোন এলাকাগুলোতে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। এমন অবস্থায় পুঁজিবাজারে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন কীভাবে চলবে তা নিয়ে অবশ্য কিছু অনিশ্চয়তা রয়ে গেছে

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ