পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের কাছে ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের বার্ষিক প্রতিবেদন পাঠিয়েছে। এর সঙ্গে রয়েছে ২২তম বার্ষিক সাধারণ সভার নোটিশ। গত ২ জুন রেকর্ড তারিখে যাদের কাছে কোম্পানির শেয়ার ছিল, সে সব শেয়ারহোল্ডারের ইমেইলে এই প্রতিবেদন ও নোটিস পাঠানো হয়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
শেয়ারহোল্ডারদের বিও হিসাব সেটআপে থাকা ইমেইল ঠিকানায় এগুলো পাঠানো হয়েছে। যেসব বিনিয়োগকারীর বিও হিসাবের সাথে ইমেইলের ঠিকানা নেই, তাদেরকে আগামী এজিএম অনুষ্ঠানের আগে কোম্পানিতে যোগাযোগ করে ইমেইল ঠিকানা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কোম্পানি এসব ঠিকানায় বার্ষিক প্রতিবেদন ও এজিএমের নোটিসের সফট কপি পাঠিয়ে দেবে বলে জানিয়েছে।
উল্লেখ, আগামী ২৩ জুন বেলা ২টা ৩০ মিনিটে লাফার্জহোলসিমের বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
গত ৪ মার্চ, বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও লভ্যাংশ ঘোষণা করা হয়। একই সভায় ৭ মে তারিখে বার্ষিক সভা অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়। কিন্তু করোনাভাইরাসের প্রকোপজনিত পরিস্থিতিতে ওই তারিখে এজিএম অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। গত সপ্তাহে এজিএমের নতুন সময়সূচি ঘোষণা করে কোম্পানি কর্তৃপক্ষ।