শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোর জন্য ২.৫০ শতাংশ কর ছাড় দিয়ে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১১ জুন) এই বাজেট ঘোষণা করেছেন তিনি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, বর্তমানে ব্যাংক, লিজিং, বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফোন কোম্পানি এবং সিগারেট প্রস্তুতকারী কোম্পানি ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ। আর তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার ৩৫ শতাংশ। করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এরুপ কোম্পানিগুলোর কর হার ২.৫০ শতাংশ কমিয়ে ৩২.৫০ শতাংশ করার প্রস্তাব করছি।