সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিটে ডিএসইতে ১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৯৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৩১ পয়েন্টে।
আজ ডিএসইতে ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৫৮ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে