আসন্ন বাজেটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার দাবি করেছেন। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানো হলে অতালিকাভুক্ত কোম্পানি শেয়ারবাজারে আসতে অনুপ্রাণিত হবে বলে মনে করেন সিএসইর চেয়ারম্যান।
সিএসইর চেয়ারম্যান তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোর পাশাপাশি ব্যক্তি শ্রেনীর করদাতাদের করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ করার দাবি করেছেন। এছাড়া ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার করা এবং এসএমই কোম্পানির প্রথম তিন বছরের জন্য করহার শূণ্য করে দেয়া ও পরবর্তীতে শতকরা ১৫ ভাগ হারে কর আরেপ করা।
এছাড়াও চাকরীর নিরাপত্তার জন্য ম্যনুফ্যাকচারিং খাতে কিছু ইনসেনটিভ এবং ট্যাক্স কনসেশন এর ব্যবস্থা করার দাবি করেছেন তিনি।