পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশের অন্যতম শীর্ষ ব্রোকার সিটি ব্রোকারেজ লিমিটেড।
আজ সোমবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসি ভবনে নিজস্ব কার্যালয়ে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে তাকে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান সিটি ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফফান ইউসুফ।
একই দিনে সিটি ব্রোকারেজের পক্ষ থেকে বিএসইসির নতুন তিন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান এবং মোঃ আব্দুল হালিমকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির এমডি আফফান ইউসুফ।
এসময় সিটি ব্রোকারেজের প্রধান অর্থ কর্মকর্তা ওয়েস কুরনি আজাদ, হেড অব সেলস মোঃ সাইফুল ইসলাম, হেড অব এনআরবি ডিভিশন মোঃ সাইফুল ইসলাম মাসুম এবং হেড অব স্যাটলমেন্ট মোঃ নাজির হোসেন উপস্থিত ছিলেন।