করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও অনেকেই টানা কর্মস্থলে গিয়ে কাজ করছেন। এ অবস্থায় প্রতিদিনই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তাই করোনার ঝুঁকি এড়াতে মেনে চলতে পারেন কিছু নিয়ম।
অনিয়ম বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। কারণ অফিসের সহকর্মীরা তাদের পরিবার বা চারপাশের অনেকের সংস্পর্শে আসেন। তাদের মাধ্যমেও ভাইরাসের সংক্রমণের শিকার হতে পারেন আপনি। তাই নিজে ও পরিবারের সবাইকে নিরাপদে রাখতে কিছু নিয়ম মানা জরুরি।
আসুন জেনে নিই সুস্থ থাকতে করণীয়-
১. নিজে ও অফিসের ডেস্কের পরিচ্ছন্নতা বজায় রাখুন। ২. প্রতিদিন ধোয়া পরিষ্কার পোশাক পরে অফিসে করুন। অফিসে এসেই ২০ সেকেন্ড সময় নিয়ে সাবানপানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। সাবান না থাকলে হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার ব্যবহার করুন।
২. অফিসের ভেতরেও সবসময় মাস্ক ব্যবহার করলে ভালো। এ ছাড়া সহকর্মীদের থেকে এক মিটার দূরে থাকার চেষ্টা করুন।
৩. অফিসের বাইরে না গিয়ে ফোনে কথা বলে ও অনলাইনে কাজ করার চেষ্টা করুন।
৪. বাইরের অতিথিদের অফিসে আসতে নিষেধ করুন।