1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
কমছে সূচক,তলানিতে লেনদেন
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ এএম

কমছে সূচক,তলানিতে লেনদেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
dse-cse-1

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও তলানিতে নেমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে।

বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ১০ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৩২১ পয়েন্টে নেমে যায়। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচকও ৩ পয়েন্ট কমেছে।

দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১টির, দর কমেছে ৩৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৬২টির।

ডিএসইতে ৪২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০৯ কোটি ৬৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৫২ কোটি ৬৩ লাখ টাকার।

আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৩৭ পয়েন্টে।

সিএসইতে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ৯টির দর বেড়েছে, কমেছে ১৯টির। আর ৭৫টির দর অপরিবর্তিত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ