1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
করোনার উপসর্গ নিয়ে স্টক এক্সচেঞ্জ কর্মকর্তার মৃত্যু
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পিএম

করোনার উপসর্গ নিয়ে স্টক এক্সচেঞ্জ কর্মকর্তার মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০
kormokorta

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মারা গেছেন স্টক এক্সচেঞ্জ কর্মকর্তা মোঃ করিম উল্লাহ। আজ মঙ্গলবার (২ জুন) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মহাব্যবস্থাপক গোলাম ফারুক অর্থসূচককে করিম উল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না বা নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন কি-না তা জানাতে পারেননি।

মোঃ করিম উল্লাহ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  প্রশাসন বিভাগের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রোববার জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। গতকাল পর্যন্ত তার শারীরিক অবস্থা ছিল সম্পূর্ণ স্থিতিশীল। কিন্তু আজ সকালে হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে। তার ঘণ্টাখানেকের মধ্যে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ছোট দুই মেয়ে রেখে গেছেন। তার বড় মেয়ে দশম শ্রেণীতে পড়ে।

করিম উল্লাহ করোনায় আক্রান্ত ছিলেন কি-না নিশ্চিত হতে হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ