1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শেয়ারহোল্ডারদের মাঝে ৫৯.১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা এক্সিম ব্যাংকের
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ এএম

শেয়ারহোল্ডারদের মাঝে ৫৯.১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা এক্সিম ব্যাংকের

  • আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২০
Exim

 শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৫৯ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংকটির প্রকাশিত ২০১৯ সালের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

এক্সিম ব্যাংকের ২০১৯ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১.৬৯ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। শেয়ারপ্রতি ১.৬৯ টাকার মুনাফা বিবেচনায় এই লভ্যাংশের পরিমাণ ৫৯ শতাংশ।

ব্যাংকটির ২০১৯ সালে শেয়ারপ্রতি ১.৬৯ টাকা হিসেবে মোট ২৩৮ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৩০৫ টাকার নিট মুনাফা হয়েছে। অর্জিত মুনাফার ১০ শতাংশ হিসেবে শেয়ারপ্রতি ১ টাকা করে মোট ১৪১ কোটি ২২ লাখ ৫১ হাজার ৬৮ টাকা বা ৫৯.১৭ শতাংশ লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আর মুনাফার বাকি ৯৭ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ২৩৭ টাকা বা ৪০.৮৩ শতাংশ রিজার্ভে রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।

এদিকে ব্যাংকটির পর্ষদ ২০১৮ সালের ব্যবসায় ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, ২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৪১২ কোটি ২৫ লাখ টাকা।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ