পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
এবাদুল করিম শিল্পগোষ্ঠি ওরিয়ন গ্রুপের কর্ণধার ওবায়দুল করিমের ছোট ভাই। তিনি (এবাদুল) বাংলাদেশ আওয়ামীলীগের হয়ে ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত এবাদুল করিমের অবস্থা স্থিতিশীল। তিনি নিজ বাসাতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সাংসদ এবাদুল করিম বেশ কয়েকদিন ধরেই করোনা উপসর্গে ভুগছিলেন। পরে গত ১৯ মে তাঁর করোনার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়।
এবাদুল করিম বিকন ফার্মার আবাসন খাতের প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক।
এদিকে এবাদুল করিমের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে যথেষ্ট জল্পনা-কল্পনা ছিল। বিশেষ করে ফেসবুকে প্রচুর লেখালেখি হয়। পরে অবশ্য উপজেলা আওয়ামী লীগসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে তাঁর রোগমুক্তি কামনা করে নবীনগরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এবাদুল করিম করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় সংসদ সদস্য। এর আগে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।
শেয়ারবার্তা / হামিদ