বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরেক দফায় বাড়ানো হচ্ছে। আরও দুবছর তাকে গভর্নর হিসেবে বহাল রাখতে পরিবর্তন আসছে বাংলাদেশ ব্যাংক অর্ডারে। বর্তমান অর্ডার অনুযায়ী ৬৫ বছর বয়স পর্যন্ত গভর্নর পদে থাকা যাবে। এটি পরিবর্তন করে ৬৭ বছর করা হচ্ছে। শিগগিরই এ সংশোধনী এনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
১৯৫৫ সালের ৪ জুলাই জন্মগ্রহণ করেছেন ফজলে কবির। আগামী ৩ জুলাই তার বয়স ৬৫ বছর পূর্ণ হবে। সেই হিসাবে ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত তাকে গভর্নরের দায়িত্ব দিতে যাচ্ছে সরকার। রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ পদত্যাগে বাধ্য হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
সেদিনই গভর্নর পদে চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব ফজলে কবির। ২০ মার্চ বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর হিসেবে যাত্রা শুরু হয় তার।
শেয়ারবার্তা / মিলন