1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
রফতানি তহবিল থেকে ৩ কোটি ডলার পর্যন্ত ঋণ পাবেন পোশাক মালিকরা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৭:১৭ এএম

রফতানি তহবিল থেকে ৩ কোটি ডলার পর্যন্ত ঋণ পাবেন পোশাক মালিকরা

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল তথা ইডিএফ থেকে তৈরি পোশাক খাতের মালিকরা তিন কোটি ডলার পর্যন্ত ঋণ পাবেন। রবিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

ফলে এখন থেকে ইডিএফ থেকে তিন কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সদস্যরা।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ইডিএফ ফান্ড থেকে ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা ২৫ থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার উন্নীত করা হলো। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাবেন তৈরি পোশাক মালিকরা।

এর আগে করোনাভাইরাসের কারণে ইডিএফ ফান্ডের আকার ও সুদহারে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। ৭ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ইডিএফের আকার ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। পাশাপাশি কমানো হয়েছে সুদের হার। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ইডিএফের ঋণের বিপরীতে লাইবর প্লাস এক শতাংশ সুদ রাখবে বাংলাদেশ ব্যাংক।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ