পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেড চলতি হিসাবছরের প্রথম তিন প্রান্তিকের (জুলাই’১৯-মার্চ’২০) সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক তথা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ৮০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৭৬ পয়সা ছিল।
তবে কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের ইপিএস আলাদাভাবে দেখায়নি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দ্বিতীয় প্রান্তিক (ঝুলাই’১৯-ডিসেম্ব’১৯) পর্যন্ত কোম্পানিটির ইপিএস ছিল ৫৫ পয়সা। সে হিসেবে তৃতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়ায় ২৫ পয়সা।
এ সময়ে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.২৭ টাকা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৬০ পয়সা।
শেয়ারবার্তা / আনিস