পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের ৩ মাসে (জানুয়ারি’২০-মার্চ’২০) ১৫ কোটি টাকা মুনাফা হয়েছে। যা আগের বছর একই সময় থেকে ১ কোটি টাকা বা ৭ শতাংশ কম। কোম্পানিটির ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। আর শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩৫ কোটি ৩৪ লাখ ২০ হাজার ৫২১টি। সে হিসাবে ৩ মাসে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ১৪ কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ৬১৮ টাকা।
আর আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৪৫ টাকা। সে হিসাবে মোট মুনাফা হয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৩৯ হাজার ২৩৪ টাকা। আগের বছর একই সময় থেকে চলতি অর্থবছরের ৩ মাসে কোম্পানিটির ইপিএস ০.০৩ টাকা কম হয়েছে। অর্থাৎ ১ কোটি ৬ লাখ ২ হাজার ৬১৬ টাকা বা ৬.৬৭ শতাংশ মুনাফা কমেছে।
২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.২৩ টাকায়।
শেয়ারবার্তা/সাইফুল