1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
জ্বালানি খাতে শতভাগ কোম্পানিই অভিহিত মূল্যের উপর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ এএম

জ্বালানি খাতে শতভাগ কোম্পানিই অভিহিত মূল্যের উপর

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৯টি কোম্পানি রয়েছে। সবগুলোর কোম্পানির শেয়ার দর অভিহিত মূল্য বা ১০ টাকার উপরে রয়েছে। অর্থাৎ এই খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর অভিহিত মূল্যের উপর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত ১৯টি কোম্পানির মধ্যে শেয়ার দর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে লিনডে বিডি। এই কোম্পানিটির শেয়ার দর ১ হাজার ২৩৯.৮০ টাকা অবস্থান করছে। আর শেয়ার দর সবার নিচে জিবিবি পাওয়ারের। এই কোম্পানিটির শেয়ার দর ১২.৪০ টাকায় অবস্থান করছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর ৮০৮.৯০ টাকা নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টার্ন লুব্রিকেন্টস এবং ২২০.২০ টাকা নিয়ে তৃতীয় অবস্থানে অবস্থান করছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

এছাড়া ১৬৯.৬০ টাকা নিয়ে চতুর্থ স্থানে পদ্মা অয়েল, ১৫৭.৮০ টাকা নিয়ে পঞ্চম স্থানে মেঘনা পেট্রোলিয়াম, ১৩৯ টাকা নিয়ে ষষ্ঠ স্থানে যমুনা অয়েল, ১১৫.৪০ টাকা নিয়ে সপ্তম স্থানে সিভিও পেট্রোকেমিক্যাল, ৭২ টাকা নিয়ে অষ্টম স্থানে শাহজিবাজার পাওয়ার, ৬৫.৩০ টাকা নিয়ে নবম স্থানে এমজেএল বিডি, ৫৭.১০ টাকা নিয়ে দশম স্থানে ডরিন পাওয়ার, ৪৫.৩০ টাকা নিয় একাদশ স্থানে খুলনা পাওয়ার, ৪০.৪০ টাকা নিয়ে ১২তম স্থানে পাওয়ার গ্রীড, ১৩তম স্থানে থাকা সামিট পাওয়ারের ৩৫.৯০ টাকা, ১৪তম স্থানে থাকা ডেসকোর ৩৪.৯০ টাকা, ১৫তম স্থানে থাকা তিতাস গ্যাসের ৩০ টাকা, ১৬তম স্থানে থাকা বারাকা পাওয়ারের ১৯.৯০ টাকা, ১৭তম স্থানে থাকা বিডি ওয়েলডিংয়ের ১৬.৭০ টাকা এবং শেয়ার দর ১২.৭০ টাকা নিয়ে ১৮তম স্থানে অবস্থান করছে ইন্ট্রাকো।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ