1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বাংলাদেশে ইস্যু মূল্যের নিচে ৩১ শতাংশ হলেও ভারতে ৬৩ শতাংশ কোম্পানি
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ এএম

বাংলাদেশে ইস্যু মূল্যের নিচে ৩১ শতাংশ হলেও ভারতে ৬৩ শতাংশ কোম্পানি

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২০

কোম্পানির তালিকাভুক্তির সংখ্যা বিবেচনায় ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) থেকে বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অনেক পিছিয়ে। তবে তালিকাভুক্ত কোম্পানির মানে পিছিয়ে নেই। বিএসইতে ২০১৬ সালের পরে তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর ৬৩ শতাংশ ইস্যুর মূল্যের নিচে নেমে আসলেও ডিএসইতে সেই হার ৩১ শতাংশ। আর বিএসইতে তালিকাভুক্ত হওয়ার প্রথমদিনেই ২৬ শতাংশ ইস্যু মূল্যের নিচে নেমে আসার হার ডিএসইতে শূন্য।

ডিএসই ও বোম্বে স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

দেখা গেছে, প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে তুলনা করলে আইপিওর সংখ্যায় বাংলাদেশ যোজন যোজন পিছিয়ে আছে। ২০১৭ সাল থেকে বর্তমান সময়কালীন ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) ২৩৫টি কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। যার পরিমাণ বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ২৯টি।

তালিকাভুক্তিতে ভারত এগিয়ে থাকলেও শেয়ারের বাজার দরে বাংলাদেশ অনেক এগিয়ে। বোম্বে স্টক এক্সচেঞ্জে গত প্রায় সাড়ে ৩ বছরে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৬৩ শতাংশ শেয়ার ইস্যু মূল্যের নিচে নেমে এসেছে। সেখানে বাংলাদেশে এই হার ৩১ শতাংশ। এই ৩১ শতাংশের মধ্যে বুক বিল্ডিং পদ্ধতিতে যোগ্য নামের অযোগ্য বিনিয়োগকারীদের মূল্যায়িত ১৭ শতাংশ কোম্পানি রয়েছে।

এদিকে লেনদেনের প্রথমদিনে প্রতিবছরই বোম্বে স্টক এক্সচেঞ্জে কিছু কোম্পানির দর পতনের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ সেই চিত্র নেই। বোম্বে স্টক এক্সচেঞ্জে ২০১৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের প্রথমদিনেই দর পতন ঘটেছে ৬২টি বা ২৬ শতাংশ কোম্পানির। বাংলাদেশে এ হার শূন্য।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে তুলনায় বাংলাদেশের আইপিও’র দর ভালো অবস্থানে আছে। ভারতে প্রথমদিনেই ইস্যু মূল্যের নিচে লেনদেন হওয়ার মতো ঘটনা ঘটে। যা বাংলাদেশের পুঁজিবাজারে হয় না। এছাড়া ভারতের তুলনায় ইস্যু মূল্যে নিচে অবস্থান করা কোম্পানির হার অর্ধেকের কম হওয়া সুখবর।

বোম্বে স্টক এক্সচেঞ্জে ২০২০ সালের ১৩ জানুয়ারি তালিকাভুক্ত হওয়া জিয়ান লাইফ কেয়ারের শেয়ার দর ৮.৮০ রুপি বা ৪০ শতাংশ কমে গেছে। ২২রুপি ইস্যু মূল্যের শেয়ারটি ২ মে ১৩.২০রুপিতে অবস্থান করছে। এছাড়া ৫১রুপির চন্দ্র ভগত ফার্মা ২২ শতাংশ কমে ৪০ রুপিতে, ৭৫৫রুপির এসবিআই কার্ডস এন্ড পেমেন্ট সার্ভিসেস ২১ শতাংশ কমে ৫৯৯.১০রুপিতে এবং ৩৬রুপির আরও জুয়েলস ৫ শতাংশ কমে ৩৪.৩০রুপিতে অবস্থান করছে।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ