1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
প্রকৌশল খাতে ৯২ শতাংশ কোম্পানির অবস্থান অভিহিত মূল্যের উপর
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম

প্রকৌশল খাতে ৯২ শতাংশ কোম্পানির অবস্থান অভিহিত মূল্যের উপর

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
engineering

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতে ৩৯টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ৯২ শতাংশের শেয়ার দর অভিহিত মূল্যের উপরে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, প্রকৌশল খাতের কোম্পানির মধ্যে ৩৬টি বা ৯২ শতাংশের শেয়ার দর বর্তমানে অভিহিত মূল্য বা ১০ টাকার উপরে অবস্থান করছে। আর ৩টির বা ৮ শতাংশের শেয়ার দর অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে।

অভিহিত মূল্যের উপরে অবস্থান করা কোম্পানিগুলো হলো : আফতাব অটোমোবাইলস, আনোয়ার গ্যালভানাইজিং, এটলাস বাংলাদেশ, আজিজ পাইপস, বিবিএস, বিবিএস কেবলস, বিডি অটোকার্স, বিডি ল্যাম্পস, বিডি থাই, বেঙ্গল উইন্ডসোর, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কপারটেক, দেশবন্ধু পলিমার, ইস্টার্ন কেবলস, জিপিএইস ইস্পাত, ইফাদ অটোস, কে অ্যান্ড কিউ, কেডিএস এক্সেসরিজ, মুন্নু জুট স্টাফলার্স, নাহি অ্যালুমিনিয়াম, নাভানা সিএনজি, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওয়াইম্যাক্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ড্রি, রেনউইক যজ্ঞেশ্বর, আরএসআরএম স্টিল, রানার অটোমোবাইলস, এস আলম স্টিল, সুহৃদ, সিঙ্গার বিডি, এসএস স্টিল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ইয়াকিন পলিমার।

আর অভিহিত মূল্যের নিচে অবস্থান করা কোম্পানি তিনটি হলো : এপোলো ইস্পাত, গোল্ডেন সন এবং অলিম্পিক এক্সেসরিজ।

অভিহিত মূল্যের উপরে অবস্থান করা কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সর্বোচ্চ অবস্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর। এই কোম্পানিটির শেয়ার দর বর্তমানে ৯০০ টাকায় অবস্থান করছে। এর পরেই অবস্থান করছে মুন্নু জুট স্টাফলার্স। এই কোম্পানির শেয়ার দর রয়েছে ৭৯৪.৮০ টাকায়। আর ২১০.৫০ টাকা শেয়ার দর নিয়ে তৃতীয় সর্বোচ্চ স্থানে অবস্থান করছে কে অ্যান্ড কিউ।

এছাড়া বিডি অটোকার্সের ১৪৯.৫০ টাকায়, সিঙ্গার বিডির ১৪৭ টাকায়, ইস্টার্ন কেবলসের ১৪০.১০ টাকায়, রংপুর ফাউন্ড্রির ১১৯.৩০ টাকায়, বিডি ল্যাম্পসের ১১২.৭০ টাকায়, এটলাস বাংলাদেশের ১১০ টাকায়, আজিজ পাইপসের ১০৫.৭০ টাকায়. ন্যাশনাল টিউবসের ১০৩.১০ টাকায়, আনোয়ার গ্যালভাইজিংয়ের ৬৮ টাকায়, ন্যাশনাল পলিমারের ৫৬.৬০ টাকায়, বিবিএস কেবলসের ৫৪.৬০ টাকায়, বিএসআরএম লিমিটেডের ৫৪.৩০ টাকায়, নাহি অ্যালুমিনিয়ামের ৪৭.১০ টাকায়, রানার অটোমোবাইলসের ৪৬.১০ টাকায়, কেডিএস এক্সেসরিজের ৩৮.৬০ টাকায়, ইফাদ অটোসের ৩৮.৫০ টাকায়, কাশেম ইন্ডাস্ট্রিজের ৩৪.৯০ টাকায়, বিএসআরএম স্টিলের ৩৩.৬০ টাকায়, নাভানা সিএনজির ৩৩.২০ টাকায়, ওয়াইম্যাক্সের ৩৩.২০ টাকায়, জিপিএইচ ইস্পাতের ২৪.৩০ টাকায়, আফতাব অটোর ২৩.৭০ টাকায়, আরএসআরএম স্টিলের ২২.৯০ টাকায়, সুহৃদের ২১.৭০ টাকায়, কপারটেকের ২০.৭০ টাকায়, এস আলমের ১৮.৬০ টাকায়, বেঙ্গল উইন্ডসোরের ১৭ টাকায়, বিবিএসের ১৬.২০ টাকায়, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১১.৫০ টাকায়, ইয়াকিন পলিমারের ১১.১০ টাকায়, দেশবন্ধু পলিমারের ১০.৪০ টাকায়, এসএস স্টিলের ১০.৩০ টাকায় এবং বিডি থাইয়ের শেয়ার দর ১০ টাকায় অবস্থান করছে। এসব কোম্পানি অভিহিত মূল্যের অর্থাৎ ১০ টাকার উপরে অবস্থান করছে।

আর অভিহিত মূল্যের নিচে অর্থাৎ ১০ টাকার নিচে অবস্থান করা কোম্পানি তিনটির মধ্যে শেয়ার দর সবার নিচে অবস্থান করছে এপোলো ইস্পাত। এই কোম্পানির শেয়ার দর ২.৯০ টাকায়। এছাড়া অপর দুই কোম্পানির মধ্যে গোল্ডেন সনের ৫.৮০ টাকা এবং অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর ৬.৮০ টাকায় অবস্থা করছে।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ