1. info.saiiful@gmail.com : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. nayanbabuofficial@gmail.com : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. newsuploder@gmail.com : news uploder : news uploder
মুনাফার ৭৪ শতাংশ লভ্যাংশ লভ্যাংশ দেবে এনসিসি ব্যাংক
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:০১ পিএম

মুনাফার ৭৪ শতাংশ লভ্যাংশ লভ্যাংশ দেবে এনসিসি ব্যাংক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
ncc bank

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের প্রায় ১৫৮ কোটি টাকার নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা মুনাফার ৭৪ শতাংশ।

কোম্পানিটির প্রকাশিত ২০১৯ সালের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে ইষ্টার্ন ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও উত্তরা ব্যাংকের পর্ষদ শেয়ারহোল্ডারদেরকে ৬৬১ কোটি ৩২ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া্র ঘোষণা দিয়েছে।

এনসিসি ব্যাংকের ২০১৯ সালের ব্যবসায় সমন্বিতভাবে শেয়ারপ্রতি ২ টাকা ৩০ পয়সা মুনাফা হয়েছে। এর বিপরীতে ব্যাংকটির পর্ষদ প্রতিটি শেয়ারে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা শেয়ারপ্রতি ২ টাকা ৩০ পয়সা মুনাফা বিবেচনায় ৭৪ শতাংশ।

কোম্পানিটির ২০১৯ সালে সমন্বিত শেয়ারপ্রতি ২.৩০ টাকা হিসেবে মোট ২১৩ কোটি ২৯ লাখ ৭১ হাজার টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে শেয়ারহোল্ডারদের মোট ১৫৭ কোটি ৬৫ লাখ ৪৪ হাজার টাকার লভ্যাংশ দেয়া হবে। বাকি ৫৫ কোটি ৬৪ লাখ ২৭ হাজার টাকা রিজার্ভে যোগ হবে।

এর আগের বছর ব্যাংকটির পর্ষদ ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯২৭ কোটি ৩৮ লাখ টাকা।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ