পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড তাদের ৩৮ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ আগামী ১১ মে, সোমবার সকাল সাড়ে ১০টায় পুনঃনির্ধারণ করেছে। করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে কোম্পানিটি ডিজিটাল প্ল্যাটফরমে এজিএম আয়োজন করবে।
গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনশেষে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে, যার মধ্যে ছিল ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক। ওই সভায় ৩১ মার্চ কোম্পানির ৩৮ তম এজিএম অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ এড়াতে গত ২৪ মার্চ কর্তৃপক্ষ এজিএম স্থগিত ঘোষণা করে। এরই আলোকে আগামী ১১ মে ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।
দেশে সংক্রামক করোনাভাইরাসের বিস্তার ঘটতে থাকায় সংক্রমণের ঝুঁকি এড়াতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ২৪ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে শারীরিক উপস্থিতির পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফরমে শেয়ারহোল্ডারদের যুক্ত করে এজিএম অনুষ্ঠানের সুযোগ দেয়। এর আলোকেই আইপিডিসির এজিএম ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হবে।
আইপিডিসির ৩৮তম এজিএমের নোটিস, এই ভার্চুয়াল এজিএমে এতে অংশ নেওয়ার জন্য লিংক এবং লগইন করার বিস্তারিত প্রক্রিয়া শেয়ারহল্ডারদের ইমেইলে পাঠানো হয়েছে।
শেয়ারবার্তা / হামিদ