1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
শ্র‌মিকদের চিকিৎসায় বি‌জিএমইএর বিশেষ উদ্যোগ
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম

শ্র‌মিকদের চিকিৎসায় বি‌জিএমইএর বিশেষ উদ্যোগ

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

দেশে করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে কোনো পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। আক্রান্ত শ্রমিকের তথ্য দেয়ার জন্য চালু করা হয়েছে হটলাইন। পাশাপাশি চারটি জোন ভাগ করে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

করোনা প্রতিরোধে এসব উদ্যোগ নিয়েছে পোশাক খাতের বড় সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে প্রতিটি কারখানায় একজন স্টাফকে একটি নির্দিষ্ট ফোন নম্বর দিয়ে (বিশেষ করে হটলাইন নম্বর) সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে। যাতে করে কারখানার কোনো শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে হটলাইনে জানানে পারেন। বিজিএমইএর হটলাইন নম্বর ০১৭৩০৪৪২২১১, ০৯৬৩৮০১২৩৪৫ এবং হেলথ ইনচার্জ, মোবাইল নম্বর ০১৯১৩৫২৯৮৭৭। কোনো পোশাক শ্রমিক করোনা উপসর্গ দেখা দিলে এসব নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এছাড়া রফতানিমুখী তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস থেকে প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজিএমইএর প্রধান কার্যালয়, বাড়ি- ৭/৭এ, ব্লক-এইচ১, সেক্টর-১৭, উত্তরা, ঢাকা-১২৩০ এর নিচতলায় করোনা কন্ট্রোল রুম খোলা রয়েছে। করোনাভাইরাসের বিষয়ে সমস্যা হলে জোনভিত্তিক ফিল্ড মনিটরদের সঙ্গে কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত নার্স ও ব্রাদারকে যোগাযোগ করতে বলা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন জোনের মনিটরদের নামের তালিকা

রামপুরা, খিলগাঁও, সবুজবাগ, রমনা, পল্টন থানা, তেজগাঁও শিল্পাঞ্চল, গুলশান ও বনানী থানা, বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত থানা, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ থানা, শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া পর্বতা, কাফরুল ও ক্যান্টনমেন্ট থানা, মিরপুর-১০, ১১, ১২ ও পল্লবী থানা, মোহাম্মদপুর, আদাবর, শাহআলীবাগ, মিরপুর-১, মিরপুর-২ ও দারুস সালাম থানা।

১. ফায়জুল হক খান, সহকারী সচিব ০১৯১৪৪৭৭৭৪৫
২. মিজানুর রহমান শিমুল, সহকারী সচিব ০১৮১৭০৪৫৪৪৮
৩ জাকির হোসেন, সহকারী সচিব ০১৭১১৩৮৭০০৩
৪ শামীম হাসান, সহকারী সচিব ০১৯১৩৫২৯৯২১
৫ এস এম শামীম, সহকারী সচিব ০১৬৭৭৮১৩২২৩
৬ মনিরুল ইসলাম, সিনিয়র নির্বাহী ০১৮১৭০২০৯৪৪
৭ মোঃ মাসুদ পারভেজ মনিটর ০১৬২৮৬৯৫৭৬৮

সাভার ও আশুলিয়া জোনের মনিটরদের নামের তালিকা

আশুলিয়া থানা, গণকবাড়ী, ইপিজেড, জিরানী বাজার, বিকেএসপি, হেমায়েতপুর, সাভার, নবীনগর, ধামরাই ও মানিকগঞ্জ।

১. নূর আলম সিদ্দিক, সিনিয়র নির্বাহী ০১৭১৫৭৪৮৪৭৮
২. তপন কুমার বিশ্বাস, সিনিয়র নির্বাহী ০১৭২৮৭৬৫৬৪৯
৩. জাহানারা আক্তার, সিনিয়র নির্বাহী ০১৭২৫২৩২১৯৭
৪. হারুন-অর-রশিদ, সিনিয়র নির্বাহী ০১৭১৬৮৫১৬২৩
৫. মনিরুজ্জামান, জুনিয়র নির্বাহী ০১৭১৬১৮৩৯১৪
৬. রেদোয়ান আহম্মেদ আসিফ, মনিটর ০১৭১১৮৫৭৫২৭

গাজীপুর জোনের মনিটরদের নামের তালিকা

টঙ্গী থেকে মাওনা, শ্রীপুর, ভালুকা, ত্রিশাল ও ময়মনসিংহ পর্যন্ত। গাজীপুর চৌরাস্তা-কোনাবাড়ী ও কাশিমপুর, কালিয়াকৈর, শফিপুর, চন্দ্রা ও মির্জাপুর ও টাঙ্গাইল পর্যন্ত। গাজীপুর চৌরাস্তা টু গাজীপুর সদর।

মনিটরদের নাম, পদবি ও মোবাইল নম্বর

১. কবিরুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব ০১৭১৭৭১৬৬৮৯
২. কাউসার রাশেদ, সহকারী সচিব ০১৭৮৯১৬৮৩৪৩
৩. আবু তাহের শেখ, সিনিয়র নির্বাহী ০১৭৮৪৫৯৫২০৯
৪. মুনীর হোসাইন, সিনিয়র নির্বাহী ০১৬১১১২৩৯৫৯
৫. সাইফুল ইসলাম, সিনিয়র নির্বাহী ০১৯১৮১৫১৬৪৮
৬. রিয়াজ মাহমুদ, সিনিয়র নির্বাহী ০১৭১২৮১৩৯৫১
৭. এ জেড এম আশরাফুল ইসলাম, সিনিয়র নির্বাহী ০১৯১৪৪৯৭৫৯৫
৮. রফিকুল ইসলাম, জুনিয়র নির্বাহী ০১৭৮১৩০৭৭১৭

নারায়ণগঞ্জ ও নরসিংদীর মনিটরদের নামের তালিকা

শ্যামপুর, ডেমরা, পোস্তগোলা, যাত্রাবাড়ী, সূত্রাপুর থানা, কদমতলী থানা, সিদ্দিরগঞ্জ, কাঁচপুর, রূপগঞ্জ, ভুলতা, আড়াইহাজার, নরসিংদী জেলা, ফতুল্লা, পঞ্চবটি, চাষাড়া, শিবুমার্কেট, পাগলা ও বিসিক ও নরসিংদী জেলা।

১. সেলিনা আক্তার, সহকারী সচিব ০১৭১৮১৭২৫৬৫
২. মিজানুর রহমান, সহকারী সচিব ০১৯১৪০৮৮০২৪
৩. নাসিমা বেগম, সিনিয়র নির্বাহী ০১৯১৪০৩৫৪০০

এছাড়া কারখানায় করোনা রোগী চিহ্নিত হলে বিজিএমইএকে জানানোর পাশাপাশি বিজিএমইএ হেলথ সেন্টারে কর্মরত নিম্নের চিকিৎসকদের সহায়তা নিতে পারবেন শ্রমিকরা।

১. ফেরদৌস আরা, মালিবাগ ০১৮১৬৮২৫৮২৬
২. ফারহানা ইসলাম, মিরপুর ০১৭১২৬৭৭৬৬৭
৩. সাইফুল, মিরপুর ০১৭৪৯৫৯৫৮৭৫
৪. মোহাম্মদ আলী, মোহাম্মদপুর ০১৭২৩৪৪৭৬১২
৫. রিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ ০১৬৭১০১৪১২৫
৬. লিন্দা, হেমায়েতপুর ০১৯৭২২৫৯৬২৬
৭. রায়হান, কোনাবাড়ী ০১৭১২২২৩৫৬১
৮. রুমানা বেগম, উত্তরা ০১৭৪৬১১০০৬২

বিজিএমইএর সদস্য কারখানায় কর্মরত কোনো কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলে জরুরি ভিত্তিতে তাদের আইজিজি/আইজিএম পরীক্ষার বন্দোবস্ত করা হবে। কর্মী ও শিল্প রক্ষার্থে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে বিজিএমইএ।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ