প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ম্যারিকো এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলার অসহায় ও নিম্ন আয়ের ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার যৌথ উদ্যোগ নিয়েছে ম্যারিকো ও এফবিসিসিআই।
গাজীপুর জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই উদ্যোগের আওতায় প্রত্যেক পরিবারকে এক সপ্তাহের চাল, ডাল, তেল, লবনসহ প্রয়োজনীয় খাদ্য বিতরণ করা হচ্ছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই খাদ্য বিতরণ। চলবে এক মাস।
উদ্যোগটি সম্পর্কে ম্যারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শ্রীপুর ও কালিয়াকৈর এলাকায় কারখানা পরিচালনা করে আসছি| এখানকার সমাজ ও বাসিন্দাদের সাথে আমাদের প্রত্যক্ষ সম্পর্ক ও দায়বদ্ধতা আছে। এই সামাজিক দায়বদ্ধতার সূত্রে আমরা এই খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছি “
“আশা করছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সংকট উত্তরণে সক্ষম হব। চলমান সংকট মোকাবিলায় আমাদের কর্মী, ভোক্তা এবং সমাজের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, “ম্যারিকোর গাজীপুরের মানুষের পাশে দাঁড়ানোর যে প্রয়াস এটাকে এফবিসিসিআই স্বাগত জানায়। আমাদের বিশ্বাস, এই প্রচেষ্টা থেকে অনুপ্রাণিত হয়ে আরও অনেকেই এগিয়ে আসবেন।”
এফবিসিসিআই পরিচালক এবং প্যারামাউন্ট ইমপেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার সাদাত সরকার বলেন, শিল্প সমৃদ্ধ গাজীপুরে লাখ লাখ শ্রমিক বসবাস করেন। করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে তারা আজ শ্রমহীন হয়ে পড়েছে। এ সব পরিবারগুলোকে সহায়তা করার জন্য এফবিসিসিআই ও ম্যারিকো যৌথ উদ্যোগ গ্রহণ করেছে।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, “এই কঠিন সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের নিম্ন আয়ের মানুষেরা। তাদের সহযোগিতায় সরকারের পাশাপাশি ম্যারিকো, এফবিসিসিআই’র মতো প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসছে; যা সত্যিই ইতিবাচক।”
এর আগে কোভিড-১৯ মোকাবিলায় সরকারকে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে ম্যারিকো।
শেয়ারবার্তা / হামিদ