1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্র্যাক ব্যাংক নগদ হিসেবে ৯২ কোটি টাকা দেবে শেয়ারহোল্ডারদের
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:২৯ পিএম

ব্র্যাক ব্যাংক নগদ হিসেবে ৯২ কোটি টাকা দেবে শেয়ারহোল্ডারদের

  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় অর্জিত সমন্বিত মুনাফা থেকে ৯২ কোটি টাকা বা ১৯ শতাংশ নগদ হিসেবে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির প্রকাশিত ২০১৯ সালের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্র্যাক ব্যাংকের ২০১৯ সালের ব্যবসায় সমন্বিত শেয়ারপ্রতি ৪.০১ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ১৫ শতাংশ (৭.৫০% নগদ ও ৭.৫০% বোনাস) লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কিন্তু শেয়ারপ্রতি ৪.০১ টাকার মুনাফা বিবেচনায় এই লভ্যাংশের পরিমাণ ৩৭ শতাংশ। এর মধ্যে ১৯ শতাংশ নগদ।

কোম্পানিটির ২০১৯ সালে সমন্বিত শেয়ারপ্রতি ৪.০১ টাকা হিসেবে মোট ৪৯৪ কোটি ৫৮ লাখ ৩৫ হাজার ৬১ টাকার নিট মুনাফা হয়েছে। অর্জিত মুনাফার ১৫ শতাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.৫০ টাকা করে মোট ১৮৫ কোটি ৬২ হাজার ৯৯০ টাকা বা ৩৭.৪১ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে থেকে ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ০.৭৫ টাকা করে মোট ৯২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৪৯৫ টাকা বা ১৮.৭০ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি নগদের সমপরিমাণ অর্থাৎ ৭.৭৫ শতাংশ বোনাস বা শেয়ারপ্রতি ০.৭৫ টাকা হিসেবে ৯২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৪৯৫ টাকা বা মোট মুনাফার ১৮.৭০ শতাংশ পরিশোধিত মূলধন বাড়বে। বাকি ৩০৯ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৭১ টাকা বা ৬২.৫৯ শতাংশ রিজার্ভে যোগ হবে।

এদিকে কোম্পানিটির পর্ষদ ২০১৮ সালের ব্যবসায় ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ২৩৩ কোটি ৩৮ লাখ টাকা।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ