তৈরি পোশাক কারখানাসহ রফতানিমুখী শিল্পের জন্য ঘোষিত পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের প্রথম কিস্তি দুই হাজার কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ।
সোমবার (২০ এপ্রিল) অর্থ বিভাগ এই অর্থ ছাড় দিয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, এই অর্থ দিয়ে যেসব প্রতিষ্ঠান ন্যূনতম ৮০ ভাগ পণ্য রফতানি করে, তাদের শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়া হবে। তবে এই তহবিল থেকে এসব প্রতিষ্ঠানে কর্মরত কোনও কর্মকর্তার বেতন-ভাতা দেওয়া যাবে না। পাশাপাশি যদি কোনও প্রতিষ্ঠান লে-অব ঘোষণা করে, তবে তারাও এ তহবিল থেকে ঋণ সুবিধা পাবে না।
এর আগে গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রণোদনা ঋণ তহবিলের ঘোষণা দেন।
শেয়ারবার্তা / মিলন