1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
১৬ কোম্পানি শেয়ারধারীদের দেবে ৯৩১ কোটি টাকার নগদ লভ্যাংশ
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

১৬ কোম্পানি শেয়ারধারীদের দেবে ৯৩১ কোটি টাকার নগদ লভ্যাংশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন খাত অর্থাৎ ব্যাংক, বীমা এবং লিজিং খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের ২০১৯ সালের অর্থবছর শেষ হয়েছে। এই তিন খাতের মধ্যে ১৬টি কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৯৩১ কোটি টাকার নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নগদের পাশাপাশি ৭টি বোনাস লভ্যাংশও ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, খাতগুলোর মধ্যে ব্যাংক খাতের ছয় কোম্পানি ৬৬১ কোটি ৩৪ লাখ ৫ হাজার ৩৯ টাকার, বীমা খাতের ছয় কোম্পানি ৫৭ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ২১৬ টাকার এবং লিজিং খাতের চার কোম্পানি ২১২ কোটি ৮২ লাখ ৮৬ হাজার ৯২০ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ তিন খাতের ১৬ কোম্পানি নগদ হিসেবে শেয়ারহোল্ডারদের ৯৩১ কোটি ৩০ লাখ ৭১ হাজার ১৭৫ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক খাতের ইস্টার্ন ব্যাংক ২০২ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৮৭০ টাকার, ডাচ-বাংলা ব্যাংক ১৫০ কোটি টাকার, ব্যাংক এশিয়া ১১৬ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৮৬১ টাকার, মার্কেন্টাইল ব্যাংক ১০৩ কোটি ৮ লাখ ৭৪ হাজার ১৩২ টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংক ৪৭ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ২৩২ টাকার এবং উত্তরা ব্যাংক ৪০ কোটি ৮০ লাখ ৮১ হাজার ৯৪৪ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। নগদের পাশাপাশি মার্কেন্টাইল ব্যাংক ৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংক ৫ শতাংশ ও উত্তরা ব্যাংক ২৫ শতাংশ বোনাস লভ্যাংশও ঘোষণা করেছে।

বীমা খাতের রিলায়েন্স ইন্স্যুরেন্স ২৬ কোটি ২৯ লাখ ২ হাজার ৭১৭ টাকার, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ১৩ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৪৫৭ টাকার, নিটল ইন্স্যুরেন্স ৬ কোটি ৩ লাখ ১১ হাজার ৪৬০ টাকার, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ৫ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৮০ টাকার, ইউনাইটেড ইন্স্যুরেন্স ৪ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকার ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৬৬ লাখ ৪৪ হাজার ৬০২ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ৫ শতাংশ ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ২ শতাংশ বোনাস লভ্যাংশও ঘোষণা করেছে।

লিজিং খাতের আইডিএলসি ফাইন্যান্স ১৩১ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকার, আইপিডিসি ৩৫ কোটি ৩৪ লাখ ২০ হাজার ৫২১ টাকার, ডেল্টা ব্র্যাক হাউজিং ২৬ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৫৪ টাকার ও ইউনাইটেড ফাইন্যান্স ১৮ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৬১৫ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি আইপিডিসি ৫ শতাংশ ও ডেল্টা ব্র্যাক হাউজিং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ