1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সিএসই ১০৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ প্রস্তাব করেছে
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:২৭ পিএম

সিএসই ১০৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ প্রস্তাব করেছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
CSE--2

চলমান করোনাকালীন সঙ্কটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ক্ষুদ্র বিনিয়োগকারী ও ব্রোকারদের জন্য ১ হাজার ৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সিএসই’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড ১৯ মহামারির কারণে বাংলাদেশসহ গোটা বিশ্ব অর্থনীতি একটি গভীর মন্দার পথে চলছে। রফতানি ও বৈদেশিক রেমিট্যান্স হ্রাস পাওয়ায় বাংলাদেশের অর্থনীতি অনিবার্যভাবে একটি ঘন ধাক্কার সম্মুখীন হতে চলেছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে দেশের পুঁজিবাজারের ক্ষুদ্র এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিভিন্ন স্টেকহোল্ডারের দুর্দশা বৃদ্ধি পেয়েছে।

এমন ভয়াবহ সঙ্কটময় অবস্থায় ক্ষুদ্র বিনিয়োগকারী ও ব্রোকারদের জন্য মোট ১ হাজার ৫০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ প্রস্তাব করেছে সিএসই।

খাত অনুযায়ী প্রস্তাবকৃত প্রণোদনা প্যাকেজটি হল-

  • মার্জিন ঋণের সুদে ৪০০ কোটি টাকা
  • ব্রোকারের অফিস ব্যয়ে ৮০ কোটি টাকা
  • সিএসইর কর্পোরেট করে ২০ কোটি টাকা
  • বিও অ্যাকাউন্ট নবায়ন ফি ৫০ কোটি টাকা
  • শুধুমাত্র সিএসই ব্রোকারদের জন্য বিশেষ ত্রাণ ৫০০ কোটি টাকা

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ