1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিএসইসির চার কমিশনারের মধ্যে দুটিই ফাঁকা
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম

বিএসইসির চার কমিশনারের মধ্যে দুটিই ফাঁকা

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
Bsec

সরকারি অফিসে করোনাভাইরাসের কারণে চলছে সাধারণ ছুটি। এরই মধ্যে মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক স্বপন কুমার বালা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদ থেকে বিদায় নিয়েছেন।

বিএসইসি সূত্রে জানা যায়, স্বপন কুমার বালার বিএসইসির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয় গত ১৮ এপ্রিল।

সাধারণ ছুটির কারণে বিএসইসির সব কার্যক্রম বন্ধ থাকলেও নিয়ন্ত্রক সংস্থাটির ওয়েবসাইট থেকে কমিশনার হিসেবে স্বপন কুমার বালার নাম সরিয়ে ফেলা হয়েছে। ওয়েবসাইটে বর্তমানে অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী ও খন্দকার কামারুজ্জামান এ দুই কমিশনারের নাম রয়েছে।

জানা যায়, ২০১৬ সালের ১৮ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিএসইসির কমিশনার হিসেবে তার চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। সাধারণ ছুটি চলায় বিএসইসিও বন্ধ রয়েছে। এ জন্য বিএসইসি থেকে বালাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়নি বলে জানা যায়।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ