ব্যাংক ও লিজিং কোম্পানির মতো ২০১৯ সালের ব্যবসায় বীমা কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদও নগদ লভ্যাংশ সুপারিশ করছে। এই পর্যন্ত ৬টি বীমা কোম্পানি সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০১৯ হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সবগুলো কোম্পানিই নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। দুটি কোম্পানি নগদের পাশাপাশি বোনাস শেয়ার সুপারিশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও লিজিং কোম্পানিগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০১৯ সালের ব্যবসা নিয়ে ৭টি বীমা কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে মুনাফা হওয়া সত্ত্বেও প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ কোন লভ্যাংশ সুপারিশ করেনি। বাকি ৬টি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ৫৭ কোটি ১৩ লাখ টাকার নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।
বীমা কোম্পানিগুলোর আকার বা পরিশোধিত মূলধন ব্যাংক ও লিজিং কোম্পানি থেকে অনেক ছোট। যাতে নগদ লভ্যাংশের পরিমাণও কম। তবে পরিশোধিত মূলধনের তুলনায় লভ্যাংশের হার কম নয়।
নিম্নে ২০১৯ সালের ব্যবসায় বীমা কোম্পানিগুলোর লভ্যাংশের হার ও নগদ লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-
কোম্পানির নাম | ২০১৯ সালের লভ্যাংশ | নগদ লভ্যাংশ (কোটি টাকা) |
রিল্যায়েন্স ইন্স্যুরেন্স | ২৫% নগদ | ২৬.২৯ |
গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স | ১৫% নগদ ও ৫% বোনাস | ১৩.৩১ |
নিটল ইন্স্যুরেন্স | ১৫% নগদ | ৬.০৩ |
বিজিআইসি | ১১% নগদ | ৫.৯৪ |
ইউনাইটেড ইন্স্যুরেন্স | ১১% নগদ | ৪.৯০ |
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স | ২% নগদ ও ২% বোনাস | ০.৬৬ |
মোট | ৫৭.১৩ কোটি টাকা |
শেয়ারবার্তা / আনিস