করোনাভাইরাসের কারণে এর আগে ক্রেডিট কার্ডের বিলম্ব ফি বা জরিমানা আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এবার ক্রেডিট কার্ডের বিলের ওপর দৈনিক বা মাসিক ভিত্তিতে চক্রাবৃদ্ধি হারে সুদ আরোপ ও আদায়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।
নতুন নির্দেশনার ফলে ব্যাংকগুলো ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত ক্রেডিট কার্ডে চক্রাবৃদ্ধি হারে নতুন কোনো সুদ আরোপ করতে পারবে না।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, কোনো কোনো ব্যাংক অপরিশোধিত ক্রেডিট কার্ড বিলের ওপর মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করছে। এর ফলে গ্রাহক কর্তৃক অতিরিক্ত সুদ প্রদান করতে হচ্ছে বা হবে, বর্তমান সঙ্কটময় পরিস্থিতিতে যা গ্রহণযোগ্য নয়। এ পরিপ্রেক্ষিতে ক্রেডিট কার্ডের বিলের ওপর ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত দৈনিক অথবা মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ না করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এছাড়া ১৫ মার্চ থেকে যেসব গ্রাহকের ক্রেডিট কার্ডের ওপর দৈনিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ আরোপ করা হয়েছে বা আদায় করা হয়েছে তাদের সেই টাকা ফেরত দিতে অথবা গ্রাহকের পরবর্তী বিলের সঙ্গে সমন্বয় করতেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শেয়ারবার্তা / হামিদ