1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
করোনায় মেক্সিকো স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্টের মৃত্যু
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১৩ এএম

করোনায় মেক্সিকো স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্টের মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)আন্তর্জাতিক পুঁজিবাজারে আগেই থাবা বসিয়েছে। করোনা তাণ্ডবের প্রভাবে দেশে দেশে পুঁজিবাজারে বড় ধরনের দর পতন হয়েছে। কিন্তু এতদিন পুঁজিবাজারের বড় কোনো কর্মকর্তার জীবনের উপর দিয়ে যায়নি করোনার ঝড়। অবশেষে সেটিও হল। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মেক্সিকো স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট জেমি রুইজ সেক্রিস্টান।

প্রায় ৩ সপ্তাহ করোনায় ভুগে গত রোববার (১২ এপ্রিল) মারা গেছেন জেমি রুইজ।

গত মাসের মাঝামাঝি যুক্তরাজ্যের কলোরাডো রাজ্য থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন জেমি রুইজ সেক্রিস্টান। নমুনা পরীক্ষা তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। তবে লক্ষণগুলো প্রকট ছিল না বলে জানিয়েছিল স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছিল, প্রেসিডেন্ট জেমির শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। এর মধ্যেই গতকাল তার মৃত্যুর খবর আসে।

আজ সোমবার রাতে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ছিল ৪ হাজার ৬৬১ জন। আর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ২৯৬ জন।

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ