দেশের করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি না হওয়ার কারণে দেশের পুঁজিবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম আরো ১১ দিন বন্ধ থাকবে। অর্থাৎ তৃতীয় দফায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে বলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত ছুটির মেয়াদ আবারও বর্ধিত করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ও সরকার কর্তৃক সাধারণ ছুটির ধারাবাহিকতায় আগামী ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ হতে ২৩ এপ্রিল ২০২০ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষনা করেছে।
সাধারণ ছুটির সাথে ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিল ২০২০ সাপ্তাহিক ছুটিও সংযুক্ত। সরকারের এই সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড-এর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ শনিবার ২৫ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।
শেয়ারবার্তা / আনিস