পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতে ৫৬টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ৪৩ শতাংশের শেয়ার দর অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, বস্ত্র খাতের কোম্পানির মধ্যে ২৪টি বা ৪৩ শতাংশের শেয়ার দর বর্তমানে অভিহিত মূল্য বা ১০ টাকার নিচে অবস্থান করছে। আর ৩২টির শেয়ার দর অভিহিত মূল্যের উপরে অবস্থান করছে।
অভিহিত মূল্যের নিচে অবস্থান করা কোম্পানিগুলো হলো : আলিফ ম্যানুফ্যাকচারিং, অলটেক্স, সিএন্ডএ টেক্সটাইল, ঢাকা ডাইং, ডেল্টা স্পিনার্স, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ইভিন্স টেক্সটাইল, ফ্যামিলিটেক্স, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, জেনারেশন নেক্সট ফ্যাশনস, কাট্টালি টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস, মিথুন নিটিং, নুরানী ডাইং, প্যাসিফিক ডেনিমস, রিজেন্ট টেক্সটাইল, রিং শাইন টেক্সটাইল, আরএন স্পিনিং, তাল্লু স্পিনিং, তুং হাই নিটিং, জাহিন স্পিনিং এবং জাহিন টেক্সটাইল।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে নিচে অর্থাৎ ১.৮০ টাকা করে শেয়ার দর রয়েছে সিএন্ডএ টেক্সটাইল ও ফ্যামিলি টেক্সের, তলানীর দ্বিতীয় স্থানে অর্থাৎ ২ টাকা তুং হাই নিটিংয়ের এবং তলানীর তৃতীয় স্থানে অর্থাৎ ২.২০ টাকা শেয়ার রয়েছে জেনারেশন টেক্সট ফ্যাশনসের।
এছাড়া তাল্লু স্পিনিংয়ের ২.৭০ টাকা, ঢাকা ডাইংয়ের ৩.১০ টাকা, ডেল্টা স্পিনার্সের ৩.৫০ টাকা, জাহিন টেক্সটাইলের ৩.৬০ টাকা, আরএন স্পিনিংয়ের ৩.৭০ টাকা, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫.১০ টাকা, জাহিন স্পিনিংয়ের ৬.৩০ টাকা, রিং শাইন টেক্সটাইলের ৬.৪০ টাকা,আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৬.৫০ টাকা, মিথুন নিটিংয়ের ৬.৮০ টাকা, নুরানী ডাইংয়ের ৭.৭০ টাকা, রিজেন্স টেক্সটাইল ও মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৭.৮০ টাকা করে, অলটেক্সের ৭.৯০ টাকা, ইভিন্স টেক্সটাইলের ৮.২০ টাকা, প্যাসিফিক ডেনিমস ও মেট্রো স্পিনিংয়ের ৮.৫০ টাকা করে; ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ৮.৮০ টাকা, কাট্টালি টেক্সটাইলের ৯.৩০ টাকা এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ের শেয়ার দর ৯.৫০ টাকায় অবস্থান করছে।
অভিহিত মূল্য বা ১০ টাকার উপরে অবস্থান করছে ৩২টি কোম্পানি। এসব কোম্পানির মধ্যে ১০ থেকে ১৯ টাকার মধ্যে ১১টি কোম্পানি, ২০ থেকে ২৯ টাকার মধ্যে ১১টি কোম্পানি, ৩০ থেকে ৩৯ টাকার মধ্যে ৩টি কোম্পানি, ৪০ থেকে ৪৯ টাকা মধ্যে ১টি কোম্পানি, ৫০ থেকে ৫৯ টাকার মধ্যে ২টি কোম্পানি অবস্থান করছে। এছাড়াও ১০০ থেকে ১০৯ টাকার মধ্যে ১টি, ১৩০ থেকে ১৩৯ টাকার মধ্যে ১টি, ১৪০ থেকে ১৪৯ টাকার মধ্যে ১টি এবং ২২০ থেকে ২২৯ টাকার মধ্যে একটি কোম্পানির শেয়ার দর অবস্থান করছে।
শেয়ারবার্তা/সাইফুল