পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. স্বপন কুমার বালার শেষ কর্মদিবস আগামী ১৬ এপ্রিল।
স্বপন কুমার বালা ২০১৬ সালের ১৯ এপ্রিল কমিশনে ৪ বছরের মেয়াদে যোগদান করেন। সেই ৪ বছরের মেয়াদ আগামি ১৮ এপ্রিল পূর্ণ হবে। তবে ১৭ ও ১৮ এপ্রিল শুক্রবার ও শনিবার থাকায় বিদায়ের জন্য কমিশনে শেষ কার্যদিবস হবে ১৬ এপ্রিল।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ সালের ৫ এর ৬ উপধারা অনুযায়ি, বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারগণ ৪ বছরের জন্য নিয়োগ পান। তবে তাদের আরেকটি পূর্ণ মেয়াদের জন্য পূণ:নিয়োগের সুযোগ আছে। তবে বালার পূণ:নিয়োগের সুযোগ থাকলেও সেই সম্ভাবনা খুবই কম।
এছাড়া করোনাভাইরাস ইস্যুতে দেশে ১৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটিতে রয়েছে। বিএসইসিও এর বাইরে নয়। গত ২৬ মার্চ থেকে সরকারি ছুটি চলছে।এছাড়া তৃতীয় দফায় ছুটি বাড়ানোর বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেক্ষেত্রে ১২, ১৩, ১৫ এবং ১৬ এপ্রিল কমিশনে অফিস করতে পারবেন বালা। তবে করোনাভাইরাসের কারণে তৃতীয় মেয়াদে ছুটি বাড়ানো হলে অফিস থেকে বিদায় নেওয়ার সুযোগ থাকছে না।
শেয়ারবার্তা / আনিস