1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
সিএমপিকে ২ হাজার পিপিই দিল এস আলম গ্রুপ
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৪৯ পিএম

সিএমপিকে ২ হাজার পিপিই দিল এস আলম গ্রুপ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

করোনা পরিস্থিতিতে মাঠে কাজ করা পুলিশ সদস্যদের স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) ২ হাজার পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) সরবরাহ করেছে এস আলম গ্রুপ । আজ বৃহস্পতিবার দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের হাতে এসব পিপিই তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদের একান্ত সচিব মো. আকিজ উদ্দীন।

মো. আকিজ উদ্দীন এ প্রসঙ্গে বলেন, পুলিশ সদস্যরা করোনায় সংক্রমণের ঝুঁকিতে থেকেই অবিরাম কাজ করে যাচ্ছেন। অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করছে তারা। কোয়ারেন্টিনে থাকা মানুষকে খাবার সরবরাহ, বিপদগ্রস্থদের হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার উদ্যেগ নেয়ার মতো মানবিক কাজগুলোও তারা করছেন স্বাস্থ্যঝুঁকি নিয়ে। যারা এভাবে দায়িত্ব পালন করেছেন, তাদের পিপিইসহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম সংকট কাম্য নয়।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক পিপিই পাওয়ার বিষয়টি নিশ্চিত করে এটি এস আলম গ্রুপের একটি প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেন।

পিপিই হস্তান্তরের সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, উপ-কমিশনার (সদর) আমির জাফর, এস আলম গ্রুপের সিনিয়র অফিসার আশিষ কুমার নাথসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ