1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ছুটি বাড়লে, লেনদেন বন্ধ রাখার মেয়াদও বাড়বে
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ এএম

ছুটি বাড়লে, লেনদেন বন্ধ রাখার মেয়াদও বাড়বে

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
DSE

দেশের দুই স্টক এক্সচেঞ্জের দায়িত্ব কর্মকর্তারা জানিয়েছেন, কোনো কারণে যদি সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়ানো হয়, তাহলে পুঁজিবাজার বন্ধ রাখার মেয়াদও বাড়ানো হবে। তবে কোনো কারণে যদি সাধারণ ছুটির মধ্যেও ব্যাংকে স্বাভাবিক সময়ের মতো পূর্ণ লেনদেন হয়, তাহলে পুঁজিবাজারে লেনদেন চালুর বিষয়টি ভেবে দেখা হবে।

দেশে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে সাধারণ ছুটি। ছুটির মেয়াদ বাড়িয়ে ১১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। আর ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি থাকায় এদিনটি সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হচ্ছে।

সাধারণ ছুটিতে ব্যাংক খোলা থাকলেও লেনদেন হচ্ছে সীমিত সময়ের জন্য, যা পুঁজিবাজারে লেনদেনর সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় লেনদেন চালু রাখা সম্ভব হচ্ছে না। তাই প্রতিবছর সরকারের সাধারণ ছুটি ঘোষণার সাথে মিল রেখে বাড়ানো হয়েছে পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার মেয়াদও। এ কারণে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

দেশে করোনাভাইরাসের বিস্তার যেভাবে ঘটছে, তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাধারণ ছুটি আরেক দফা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে।

শেয়ারবার্তা/ সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ