পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৭৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির প্রকাশিত ২০১৯ সালের আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্য মতে, উত্তরা ব্যাংক ২০১৯ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৪.৫৮ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ৩৫ শতাংশ (১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ শেয়ারপ্রতি ৪.৫৮ টাকার মুনাফা বিবেচনায় এই লভ্যাংশের পরিমাণ ৭৬ শতাংশ।
কোম্পানিটির ২০১৯ সালে শেয়ারপ্রতি ৪.৫৮ টাকা হিসেবে মোট ১৮৬ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৩০৩ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে ৩৫ শতাংশ লভ্যাংশ হিসেবে অর্থাৎ শেয়ারপ্রতি ৩.৫০ টাকা করে মোট ১৪২ কোটি ৮২ লাখ ৮৬ হাজার ৮০৪ টাকা বা ৭৬.৪২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ নগদ হিসাবে ৪০ কোটি ৮০ লাখ ৮১ হাজার ৯৪৪ টাকা প্রদান করা হবে। আর ২৫ শতাংশ বোনাস বা ১০২ কোটি ০২ লাখ ০৪ হাজার ৮৬০ টাকা পরিশোধিত মূলধন বাড়বে।
বাকি ৪৪ কোটি ০৭ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকা বা ২৩.৫৮ শতাংশ রিজার্ভে যোগ হবে।
আগামী ২৮ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর এই লভ্যাংশ বিতরণ করা হবে।
আগের বছর অর্থাৎ ২০১৮ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
উল্লেখ্য, ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০৮ কোটি ৮ লাখ ২০ হাজার টাকা।
শেয়ারবার্তা/সাইফুল