পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় অর্জিত মুনাফা থেকে শেয়ারহোল্ডারদেরকে ২০৩ কোটি টাকার বা ৫১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। রবিবার (৫ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী ১৯ মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।
ইস্টার্ন ব্যাংকের ২০১৯ সালে শেয়ারপ্রতি (সমন্বিত) ৪.৯২ টাকা হিসেবে মোট ৩৯৯ কোটি ৪১ লাখ টাকা মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ২৫ শতাংশ বা শেয়ারপ্রতি ২.৫০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ২০২ কোটি ৯৩ লাখ টাকা বিতরন করা হবে। অর্থাৎ মুনাফার ৫১ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ১৯৬ কোটি ৪৮ লাখ টাকা বা ৪৯ শতাংশ রিজার্ভে রাখা হবে।
৮১১ কোটি ৮০ লাখ টাকা পরিশোধিত মূলধনের ইস্টার্ন ব্যাংকে ১ হাজার ৫২৫ কোটি ৭৫ লাখ টাকার রিজার্ভ রয়েছে।
উল্লেখ্য সোমবার (০৬ এপ্রিল) ইস্টার্ন ব্যাংকের শেয়ার দর দাড়িঁয়েছে ৩১.১০ টাকায়।
শেয়ারবার্তা/সাইফুল