1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
প্রনোদনা প্যাকেজে পুঁজিবাজার অর্ন্তভুক্তির দাবি
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৪০ এএম

প্রনোদনা প্যাকেজে পুঁজিবাজার অর্ন্তভুক্তির দাবি

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
rakibur rahman

করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতির জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদনা প্যাকেজে পুঁজিবাজারকে অর্ন্তভুক্ত করার দাবি করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর পরিচালক রকিবুর রহমান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রীকে বিনীত অনুরোধ করবো এই মুহূর্তে যে প্যাকেজটি ঘোষণা করেছেন তাতে পুঁজিবাজারের ক্ষুদ্রবিনিয়োগকারীদের অন্তুর্ভুক্ত করার জন্য ।

যেসব ক্ষুদ্রবিনিয়োগকারী বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে মার্জিন লোন নিয়ে শেয়ার কিনেছেন, তাদেরকে অন্যান্য প্রতিষ্ঠানে যেভাবে সুদের সাপোর্ট দিচ্ছেন সেইভাবে সাপোর্ট দিন । যেহেতু লোন এর বিপরীতে ৯% সুদের কার্যক্রম শুরু হয়েছে ,সেক্ষেত্রে ৫% সুদ সরকার থেকে এই প্রণোদনার অধীনে দেয়ার জন্য অনুরোধ করছি । বাকি ৪% সুদ বিনিয়োগকারীরা দিবেন ।

রকিবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীও মাননীয় অর্থমন্ত্রীর ক্ষুদ্রবিনিয়োগকারীর পক্ষে এই ঘোষণা পুঁজিবাজারকে স্থিতিশীল করবে এবং বিনিয়োগকারী উপকৃত হবেন । করোনা ভাইরাসের কারণে যেসকল প্রতিষ্ঠান, ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট-ইম্পোর্ট, কন্সট্রাকশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হচ্ছে সেসকল প্রতিষ্ঠানের কর্মকান্ড চালিয়ে যাবার জন্য যে আর্থিক প্যাকেজ (৭৩ হাজার কোটি টাকা) মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা যুগান্তকারী, সময়োপযোগি ও ঐতিহাসিক । এই আর্থিক প্রণোদনা সকল ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট-ইম্পোর্ট বিশেষ করে শ্রমিক, কর্মচারী, খেঁটে খাওয়া মানুষের মজুরি পাওয়াকে নিশ্চিত করেছেন ।

এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রনোদনা প্যাকেজ ঘোষণার সময় বলেন, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের পুঁজিবাজারেও বিরুপ প্রভাব পড়ছে।

প্রধানমন্ত্রী বলেন, পুঁজিবাজারে বিশ্বব্যাপী বিগত কয়েক সপ্তাহে ২৮ থেকে ৩৪ শতাংশ দর পতন ঘটেছে।

তিনি আরো বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণে বাংলাদেশের অর্থনীতির উপর কী ধরনের বা কতটুকু নেতিবাচক প্রভাব পড়বে, তা এখনও নির্দিষ্ট করে বলার সময় আসেনি।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ