দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে সাধারণ ছুটি চলছে। সরকারি অফিসসহ সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ কারণে সবচেয়ে সমস্যার মধ্যে রয়েছে শ্রমজীবী মানুষ। আর তাদের সহায়তার জন্য বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে।
এসব খাদ্য সামগ্রী বিতরণের জন্য রবিবার (৫ এপ্রিল) বিএমবিএ’র সভাপতি ছায়েদুর রহমান পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনারের হাতে তুলে দেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, পেয়াজ। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সংগঠনটি প্রতিদিন এসব খাদ্য সামগ্রীর ১০০ প্যাকেট বিতরণ করবে।
শেয়ারবার্তা/সাইফুল