1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
বিদায়ী সপ্তাহে ৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ এএম

বিদায়ী সপ্তাহে ৫ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২০
dividend

বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, বিজিআইসি, ইউনাইটেড ইন্সুরেন্স এবং ব্যাংক এশিয়া লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

স্ট্যান্ডার্ড ব্যাংকঃ

স্ট্যান্ডার্ড ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৫৭ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৯৬ টাকা। শেয়ার প্রতি সমন্বিত কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯.৯১ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ মে, সকাল সাড়ে ১০টায়, পুলিশ কনভেনশন হল, ইস্কাটন, ঢাকায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

মার্কেন্টাইল ব্যাংকঃ

মার্কেন্টাইল ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.০১ টাকা এককভাবে ইপিএস হয়েছে ২.৯৬ টাকা।। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৩.৫৯ টাকা (রিস্টেটেড ৩.১২ টাকা)।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৯৬ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.২৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল সকাল ১১টায় এমবিএল সেন্টার,প্লট# ৮২/এ, রোড# ৮/এ, সাতমসজিদ রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

ব্যাংক এশিয়া লিমিটেডঃ

ব্যাংক এশিয়া ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৬৮ টাকা এবং এককভাবে ইপিএস হয়েছে ১.৬৮ টাকা। এর আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১.৯২ টাকা এবং এককভাবে ছিল ১.৯৪ টাকা।

একই সময়ে ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২১.০৯ টাকা। শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২২.৯৪ টাকা।

লভ্যাংশ অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ এপ্রিল সকাল ১১টায় ঢাকা কনভেনশন হল, ব্যাংক এশিয়া টাওয়ার,৩২,৩৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল।

ইউনাইটেড ইন্স্যুরেন্সঃ

ইউনাইটেড ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ১১ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৫ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২.০৬ (রিস্টেটেড ২০১৮) টাকা।

এ সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১.৮৭ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৩২ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল, সকাল ১০টায়, ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছেআগামী ১৩ এপ্রিল।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সঃ

বাংলাদেশ জেনারেল ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ১১ শতাংশ ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১.০৪ টাকা।

এ সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৬৫ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৯৪ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ এপ্রিল, সকাল সাড়ে ১১টায়, ঢাকা লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ এপ্রিল।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ