1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
করোনার মোকাবেলায় প্রধানমন্ত্রীর তহবিলে প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ পিএম

করোনার মোকাবেলায় প্রধানমন্ত্রীর তহবিলে প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকা

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২০
prime bank-

মাহামারী নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে প্রাইম ব্যাংক।

বুধবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে প্রাইম ব্যাংক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এই পাঁচ কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক্তার ও নার্সদের নিরাপত্তার জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট-পিপিই, টেস্টিং কিট, রেসপিরেটরি ইকুইপমেন্ট ক্রয়ের জন্য এই অর্থ ব্যয় করা হবে। এছাড়া দেশব্যাপী লকডাউনের ফলে দরিদ্র জনগোষ্ঠী যাদের জীবিকা নির্বাহ কষ্টকর হয়ে গেছে, তাদের সহায়তা প্রদানের জন্য এ অর্থ ব্যবহার করা হবে।

এই মানবিক উদ্যোগ সম্পর্কে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ বলেন, রোগটি ছড়িয়ে পড়ার সাথে সাথে প্রাইম ব্যাংক সম্মানিত গ্রাহক, ব্যাংকের কর্মীবাহিনী ও সমাজের মানুষের স্বাস্থ্য নিরাপত্তার নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করে।

“ভাইরাস প্রতিরোধে এখন আমরা বাংলাদেশের সরকারের সাথে একসাথে কাজ করবো। আমরা মনে করি এই সহায়তার মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচবে, ডাক্তার ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত হবে। একইসঙ্গে সমাজের দরিদ্র মানুষদের দুঃখ কিছুটা হলেও লাঘব হবে।”

শেয়ারবার্তা / হামিদ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ