1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
অর্থনৈতিক মন্দা ঠেকাতে এখনই উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ এএম

অর্থনৈতিক মন্দা ঠেকাতে এখনই উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

করোনা পরবর্তী বিশ্বে অর্থনৈতিক মন্দার আশঙ্কা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে এখন থেকেই পরিকল্পনা নিতে হবে। চাষাবাদের উপযোগী কোনো জমি যেন পতিত না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। মন্দা থেকে দেশকে বাঁচানোর জন্য চাষাবাদের পাশাপাশি সরবরাহ ব্যবস্থাও চালু রাখতে হবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনীতি চালু রাখতে হবে। সারাবিশ্ব স্থবির হয়ে গেছে। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। মন্দা দেখা দেবে। তার জন্য এখন থেকেই পরিকল্পনা করতে হবে। খাদ্যের নিরাপত্তা নিয়ে কাজ করতে হবে। আমাদের সুবিধা আছে, উর্বর ভূমি আছে, আমাদের মানুষ আছে। বঙ্গবন্ধুও বলেছিলেন, মাটি আছে, মানুষ আছে। তাদের নিয়েই দেশ গড়ব।’

বিজ্ঞাপন
কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্য উৎপাদন যেন অব্যাহত থাকে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, কোনো পুকুর যেন পড়ে না থাকে। তাতে করে আমরা নিজেরা চলতে পারব, অন্যদেরও সহায়তা করতে পারব। সে সক্ষমতা আমাদের আছে। যেখানে সম্ভব, ফসল ফলান। খামার করুন। খাদ্য নিরাপত্তার জন্য যা যা দরকার, এখন থেকে উদ্যোগ নিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সামনে বৈশাখ, জৈষ্ঠ্য। ফল আসবে। এরপরও সব নিশ্চিত করতে হবে। সারসহ যা কিছু লাগে, তা যেন সরবরাহ করা হয়। উদ্যোগ নিলে বিশ্ব মন্দা কাটিয়ে উঠতে পারব। সেদিকে দৃষ্টি দিতে হবে।’

তিনি আরও বলেন, সরবরাহ ব্যবস্থা চালু রাখতে হবে। কৃষকের বা শিল খাতের উৎপাদিত পণ্য সরবরাহ অব্যাহত রাখতে হবে।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ